নজরবন্দি ব্যুরোঃ এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলন-বিক্ষোভে গোটা দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আন্দোলন থেমে থাকেনি। দিল্লির শাহিনবাগে এখনও চলছে আন্দোলন। শাহিনবাগ আন্দোলনের সমর্থনে মহানগরী কলকাতার বুকেও হয়েছে আন্দোলন।
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ২৯ জানুয়ারী সারা ভারত বনধের ডাক দিল মুসলিম পার্সোনাল ল বোর্ড। এই বনধ সফল করতে দেশের সমস্ত নাগরিকদের কাছে আবেদন জানিয়েছেন বোর্ডের সদস্যরা। এমাসে এই নিয়ে দ্বিতীয়বার বনধের ডাক দেওয়া হল। এই বনধের সমর্থন জানিয়েছেন শাহিনবাগের আন্দোলনকারীরা। বিষয়টি নিয়ে বেশ কয়েকজন আন্দোলনকারীদের সঙ্গে দিল্লির রাজ্যপালের বৈঠক হয়।
এরআগে এ মাসেই সারা ভারত জুড়ে বনধের ডাক দিয়েছিল বামেরা। আংশিক প্রভাব পরেছিল বামেদের ডাকা ধর্মঘটে। ২৯ জানুয়ারীর বনধ নিয়ে মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে মৌলানা সাজ্জাদ নোমানি সংবাদ মাধ্যমকে জানান “এনআরসি ও সিএএ এই দুটি আইনই সংবিধান বিরোধী। এই আইন আমরা মানছি না। আইনের প্রতিবাদেই দেশ জুড়ে বনধের ডাক দেওয়া হয়েছে। সবাইকে এই বনধ সফল করার জন্য অনুরোধ রইল। আইনের প্রতিবাদে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’’
কোন মন্তব্য নেই