Header Ads

ক্ষমা চেয়েও মিললো না স্বস্তি, এফআইআর আলিয়ার মা সোনি রাজদানের বিরুদ্ধে

নজরবন্দি ব্যুরোঃ ২০০১ সালে সংসদে হামলা চালানীর দায়ে অভিযুক্ত আফজল গুরুকে নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন অভিনেত্রী আলিয়া ভাটের মা সোনি রাজদান। এবার সেই ঘটনার বিতরক দেখে আবার টুইট করে ক্ষমা চেয়ে নিয়েছিলে কিন্তু তাতেও কিছু হল না। এবার তাঁর বিরুদ্ধে দিল্লির তিলক মার্গ থানাতে অভিযোগও দায়ের করা হয়েছে।
 সুপ্রিম কোর্টের আইনজীবী রাজীব কুমার শ্রীবাস্তব এই অভিযোগ করেছেন তিনি লিখেছেন অভিনেত্রী সোনি দেশদ্রোহিতার কাজ করেছেন, তিনি দেশের মানুষের আবেগ নিয়ে খেলেছে। ঠিক কি বলেছিলেন আলিয়ার মা সোনি? দেখুন

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.