Header Ads

শিবসেনার সিএএ'র বিরুদ্ধে মাস্টারস্ট্রোক

নজরবন্দি ব্যুরোঃ CAA বিরোধী আন্দোলন আরও বড় আকাড় ধারণ করবে বলে মনে করা হচ্ছে মহারাষ্ট্র সরকারের এই পদক্ষেপে। কেরল ও পাঞ্জাবের পরে এবার মহারাষ্ট্র একই পথের পথিক হতে চলেছে। উদ্ধব ঠাকরের সরকার বিধানসভায় পেশ করতে চলেছে নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে গৃহীত একটি প্রস্তাব। বিজেপি ও শিবসেনার মধ্যে যে সুসম্পর্ক ছিল তা এখন নেই। তারপরে মহারাষ্ট্রে সরকার গঠন করে শিবসেনা। কেরল ও পাঞ্জাব আগেই CAA বিরোধী প্রস্তাব বিধানসভায় পেশ করেছে। এবার মহারাষ্ট্র একই পথে এগোচ্ছে। নাগরিকত্ব সংশোধনী আইনে বলা আছে, ২০১৪ সালের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে চলে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আর এই আইনের বিরুদ্ধে সবর হয়েছে গোটা দেশের মানুষ। আর তার সাথে বেশ কিছু রাজ্যের সরকার সরাসরি ভাবে এই আইনের বিরোধিতায় নেমেছে। সূত্রে খবর, রাজু ওয়াঘমারে জানিয়েছেন, কংগ্রেসের প্রবীণ নেতা বালাসাহেব থোরাতও CAA নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তার সাথে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে তারাও CAA – এর বিরুদ্ধে। কুংগ্রেস ও শিবসেনার শীর্ষ নেতৃত্ব এই বিষয় সিদ্ধান্ত নেবেন আলোচনার মধ্যে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.