বড়পর্দায় পা রাখতেই বোল্ড অবতারে মধুমিতা
নজরবন্দি ব্যুরো : svf প্রযোজিত নতুন ছবি 'লাভ আজ কাল পরশু'। টেলিভিশনের পরিচিত মুখ পাখি মানে মধুমিতা কে দেখা গেল বেশ খোলামেলা দৃশ্যে। আসলে svf প্রযোজিত নতুন ছবি 'লাভ আজ কাল পরশু' র 'শুনে নে ' গানটি রিলিজ করলো। এই গানে দেখা যাচ্ছে খোলামেলা পোশাকে বিছানায় বসে আছে মধুমিতা আর তাঁকে গিটার বাজিয়ে গান শোনাচ্ছেন অভিনেতা অর্জুন। 'শুনে নে' গানটি গেয়েছেন দেব অরিজিৎ ও নিকিতা গান্ধী।
ছবির টিজারের মতই 'শুনে নে ' গানটি তে বেশ সাহসী অবতারে দেখা যাচ্ছে মধুমিতা সরকার কে। এর আগে তাঁকে দর্শকেরা টেলিভিশানে পাখি চরিত্রে দেখেছে। এই চরিত্র দর্শকদের মনে বেশ ভালো জায়গা করে নিয়েছিল। কিন্তু 'লাভ আজ কাল পরশু' ছবিতে তাঁকে দেখা যাচ্ছে বেশ বোল্ড অবতারে। এই গানটিতে বেশ ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গেল মধুমিতা আর অর্জুন কে। এছাড়া গানটি তে দেখা যাচ্ছে মধুমিতা ও অর্জুন কে সুমিং পুলের নিচে চুম্বন দৃশ্যে। 'লাভ আজ কাল পরশু' এই ছবির নির্দেশক প্রতীম ডি গুপ্তা। মধুমিতার বড়পর্দায় প্রথম ছবি এটি। আর প্রথম ছবিতেই বেশ খোলামেলা ও বোল্ড অবতারে দেখা যাচ্ছে মধুমিতা কে। আগামী ১৪ ই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডের নিন মুক্তি পাচ্ছে এই ছবি।
ছবির টিজারের মতই 'শুনে নে ' গানটি তে বেশ সাহসী অবতারে দেখা যাচ্ছে মধুমিতা সরকার কে। এর আগে তাঁকে দর্শকেরা টেলিভিশানে পাখি চরিত্রে দেখেছে। এই চরিত্র দর্শকদের মনে বেশ ভালো জায়গা করে নিয়েছিল। কিন্তু 'লাভ আজ কাল পরশু' ছবিতে তাঁকে দেখা যাচ্ছে বেশ বোল্ড অবতারে। এই গানটিতে বেশ ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গেল মধুমিতা আর অর্জুন কে। এছাড়া গানটি তে দেখা যাচ্ছে মধুমিতা ও অর্জুন কে সুমিং পুলের নিচে চুম্বন দৃশ্যে। 'লাভ আজ কাল পরশু' এই ছবির নির্দেশক প্রতীম ডি গুপ্তা। মধুমিতার বড়পর্দায় প্রথম ছবি এটি। আর প্রথম ছবিতেই বেশ খোলামেলা ও বোল্ড অবতারে দেখা যাচ্ছে মধুমিতা কে। আগামী ১৪ ই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডের নিন মুক্তি পাচ্ছে এই ছবি।

No comments