Header Ads

দুর্ঘটনার কবলে পড়ল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের গাড়ি।

নজরবন্দি ব্যুরোঃ রবিবার তুফানগঞ্জে পুলিশের একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন মন্ত্রী। সেই সময় তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি পুলিশের গাড়ি। যদিও এই দুর্ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে। তবে মন্ত্রীর গাড়ি খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সুস্থ রয়েছেন মন্ত্রী। জানা গিয়েছে, এ দিন তুফানগঞ্জ থানার পুলিশের উদ্যোগে ‘রান ফর ইউনিটি’-র আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতার উদ্বোধন করতে যাচ্ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। সেখানে যাওয়ার পথে অন্দরান ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। রবিবাবুর কনভয়ে থাকা একটি পুলিশের গাড়ি ধাক্কা মারে তাঁর গাড়িতে। কুয়াশার জেরেই এই ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন রবি বাবু।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.