অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় ফেডেরারে
নজরবন্দি ব্যুরোঃ সেরিনা উইলিয়ামস,নাদালের পর এবার অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন রজার ফেডেরারও। বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিলেন ফেডেরার ও নোভাক জোকোভিচ।শুরুটা ভালই করেছিলেন ফেডেরার প্রথম সেটে ফেডেরার ৪-১ এ এগিয়ে গিয়েছিলেন কিন্তু চাপের মুখে আর ধরে রাখতে পারলেন না নিজেকে।
আর সেই সুযোগ টাই কাজে লাগিয়ে মাত দিলেন জোকোভিচ। ম্যাচ শেষে জোকোভিচ বলেন “রজারের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সেরা ফর্মের ধারেকাছে ছিল না ও। চোট নিয়েও খেলেছে। এর জন্য রজারকে কৃতিত্ব দিতেই হবে”।
আর সেই সুযোগ টাই কাজে লাগিয়ে মাত দিলেন জোকোভিচ। ম্যাচ শেষে জোকোভিচ বলেন “রজারের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সেরা ফর্মের ধারেকাছে ছিল না ও। চোট নিয়েও খেলেছে। এর জন্য রজারকে কৃতিত্ব দিতেই হবে”।

No comments