সার্জিক্যাল স্ট্রাইক করা হবে শাহিনবাগে, হুঁশিয়ারি বিজেপি নেতা তেজিন্দরের
নজরবন্দি ব্যুরোঃ সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে লাগাতার আন্দোলন-বিক্ষোভ চলছে দিল্লীর শাহিনবাগে। আর এই আন্দোলন নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। শুধু তাই নয়, বিক্ষোভকারীদের বেনজির আক্রমণ করেছে বিজেপি। কখনও প্রকাশ্যে গুলি করে মারার নিদান দেওয়া হয়েছে।
খোদ দেশের স্বরাষ্ট্র মন্ত্রীকে দিল্লীর একটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসে বলে ছিলেন ”বিজেপিকে ভোট দিন। ক্ষমতায় এলে দিল্লী থেকে শাহিনবাগ হটিয়ে দেব।“ দলের শীর্ষ নেতারা যখন আন্দোলনকারীদের বারবার হুঁশিয়ারি দিচ্ছেন তখন কটূক্তি করতে অন্য নেতারাইবা বাকি থাকেন কেন! এবার শাহিনবাগে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা তেজিন্দর পাল সিং বাগ্গা।
দিল্লির হরিনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি হয়ে লড়ছেন বাগ্গা। এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। প্রাক্তন আপ নেতা প্রশান্তভূষণকে চড় মেরেই টাইমলাইটে চলে এসেছিলেন তিনি। তবে শাহিনবাগের আন্দোলন নিয়ে বিজেপি নেতাদের লাগাতার বেনজির আক্রমণের পর নিন্দায় সরব হয়েছেন দেশের বুদ্ধিজীবীরা।
খোদ দেশের স্বরাষ্ট্র মন্ত্রীকে দিল্লীর একটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসে বলে ছিলেন ”বিজেপিকে ভোট দিন। ক্ষমতায় এলে দিল্লী থেকে শাহিনবাগ হটিয়ে দেব।“ দলের শীর্ষ নেতারা যখন আন্দোলনকারীদের বারবার হুঁশিয়ারি দিচ্ছেন তখন কটূক্তি করতে অন্য নেতারাইবা বাকি থাকেন কেন! এবার শাহিনবাগে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা তেজিন্দর পাল সিং বাগ্গা।

No comments