Header Ads

জলঙ্গিতে গুলি চালানোর ঘটনায় তৃণমূল-বিজেপিকে একযোগে আক্রমণ বাম ও কংগ্রেসের

নজরবন্দি ব্যুরোঃ মুর্শিদাবাদের জলঙ্গিতে সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে ডাকা প্রতিবাদ সভায় গুলি চালানোর ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। বিষয়টি নিয়ে সরব হয়েছেন রাজ্যের বাম ও কংগ্রেস নেতারা। রাজ্য বিজেপি এনআরসি ও সিএএ-এর সমর্থনে মাঠে নামে। কেন্দ্র সরকারের এই আইনকে অসাংবিধানিক বলে উল্লেখ করে গণআন্দোলনের ডাক দিয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু তারপরও জলঙ্গিতে সিএএ ও এনআরসির বিরুদ্ধে আয়োজিত নাগরিক কনভেনশনে গুলি চালানোর পর তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বাম-কংগ্রেস। সিএএ নিয়ে বিজেপির মতই ব্যবহার শুরু করেছে তৃণমূল। গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যুর পর এমনটাই মন্তব্য করেছেন বাম ও তৃণমূল নেতারা। এই প্রসঙ্গে রাজ্যে কোন আইন-শৃঙ্খলা নেই বলে পাল্টা মন্তব্য করেছে রাজ্য বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিল একটি নাগরিক সংগঠন।
 'নব জাগরণ' নামে ওই সংগঠন এলাকায় বনধেরও ডাক দেয়। এলাকার বাসিন্দাদের ওই জমায়েতয়ের মধ্যে বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ঢুকে পড়ে। শুরু হয়েছিল দুপক্ষের সংঘর্ষ। এরমাঝেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গুলিতেই দুই আন্দোলনকারীর মৃত্যু হয় বলে অভিযোগ। এলাকার বাসিন্দাদেরও অভিযোগ এদিন সিএএ-এর বিরুদ্ধে চলা ওই জমায়েতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এদিন এলোপাথাড়ি গুলি চালায়। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন নেটিজেনরা। তবে এই ঘটনায় নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.