সব সরকারি কর্মীদের বেতন আটকে যেতে পারে। তাই সরস্বতী পুজোর ৫দিন ছুটি বাতিল
নজরবন্দি ব্যুরোঃ বুধ থেকে রবি-টানা পাঁচদিন ছুটি পড়ে যাচ্ছিল সরস্বতী পুজো উপলক্ষ্যে। খোদ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এই ছুটি। কিন্তু অর্থ মন্ত্রকের কর্মীদের জন্য তা আর হলনা। কিন্তু কেন? একটানা ছুটির জন্য বিভিন্ন দফতরের কাগজপত্র এসে অর্থমন্ত্রকে জমা পড়তে থাকে। সেই সময় কাজ একেবারেই না হলে আটকে যেতে পারে কর্মীদের বেতনও। তাই অর্থ দফতর নোটিশ জারি করে শুক্রবারের ছুটি বাতিল করে দিয়েছে।
অর্থ দফতরের নোটিশে বলা হয়েছে, ২৯ ও ৩০ ছুটি থাকলেও ৩১ তারিখের ছুটি বাতিল করা হচ্ছে, সেদিন সাধারণ দিনের মতনই কাজ করতে হবে অর্থ দফতরের কর্মীদের। ফলে অন্ন সব সরকারি কর্মীরা ছুটি উপভোগ করলেও তা পারবেন না অর্থ দফতরের কর্মীরা।
অর্থ দফতরের নোটিশে বলা হয়েছে, ২৯ ও ৩০ ছুটি থাকলেও ৩১ তারিখের ছুটি বাতিল করা হচ্ছে, সেদিন সাধারণ দিনের মতনই কাজ করতে হবে অর্থ দফতরের কর্মীদের। ফলে অন্ন সব সরকারি কর্মীরা ছুটি উপভোগ করলেও তা পারবেন না অর্থ দফতরের কর্মীরা।

No comments