বিজেপি সভাপতি হতে পারত কোনও 'জন্তু-জানোয়ার', দিলীপকে কটাক্ষ পার্থর
নজরবন্দি ব্যুরোঃ ‘বিজেপি সভাপতি হতে পারত কোনও 'জন্তু-জানোয়ার' এই ভাষাতেই দিলীপ ঘোষকে আক্রমণ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বুধবার কলকাতার আশুতোষ কলেজে সরস্বতী পুজোতে যোগ দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষকে নিয়ে এমনটাই মন্তব্য করেছেন পার্থ। তিনি আরও বলেন "দিলীপ ঘোষের বদলে জন্তু-জানোয়ারকে সভাপতি করে দেওয়া যেত। তাদের মধ্যে তবুও মায়া মমতা আছে।"
কিন্তু হটাত কেন এমনটা মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়? মঙ্গলবার শাহিনবাদ ও কলকাতার পার্ক সার্কাসে চলা সিএএ ও এনআরসির বিরুদ্ধে চলা বিক্ষোভ নিয়ে বেলাগাম মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন “এত ঠান্ডায় কী করে আছেন? মরেও না তো কেউ?” এই মন্তব্যের পর নিন্দায় সরব হয়েছেন রাজ্যের বিশিষ্টরা।
যখন সারা দেশ জুড়েই সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ চলছে তখনও বিক্ষোভকারীদেরকে লাগাতার বাক্যবাণে বেনজির আক্রমণ করেছেন বিজেপি নেতারা। কেউ কেউ আবার প্রকাশ্যে গুলি করারও হুঁশিয়ারি দেয়। যা নিয়ে ইতিমধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। কেন্দ্রের শাসক দলের নেতারা প্রতিবাদীদের এহেন আক্রমণে ক্ষুব্ধ দেশের বুদ্ধিজীবীরা। মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতির লাগাম ছাড়া মন্তব্যের পর বুধবারও কড়া ভাষায় দিলীপ ঘোষকে কটাক্ষ করেন পার্থ চট্টোপাধ্যায়।
কিন্তু হটাত কেন এমনটা মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়? মঙ্গলবার শাহিনবাদ ও কলকাতার পার্ক সার্কাসে চলা সিএএ ও এনআরসির বিরুদ্ধে চলা বিক্ষোভ নিয়ে বেলাগাম মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন “এত ঠান্ডায় কী করে আছেন? মরেও না তো কেউ?” এই মন্তব্যের পর নিন্দায় সরব হয়েছেন রাজ্যের বিশিষ্টরা।

No comments