Header Ads

বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের ম্যাচ ভারতে করা সম্ভব না। জানিয়ে দিলেন সৌরভ. কিন্তু কেন?

নজরবন্দি ব্যুরোঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে এই দুই টি-টোয়েন্টি তাই আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশের একটি ম্যাচে বাংলাদেশে ও একটি ভারতে হবার কথা ছিল কিন্তু গত কাল প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে এই ম্যাচ আয়োজন করতে পারছে না ভারত।
কিন্তু কেন? তাঁর কারণ এই ম্যাচ হবার কথা ছিল বিশ্বের সব চেয়ে বড় স্টেডিয়াম সর্দার পটেল স্টেডিয়ামে। প্রথমে ভাবা হয়েছিল মার্চের মধ্যে এই স্টেডিয়াম তৈরি হয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে ঐ সময়ের মধ্যে তা খেলার জন্য পুরোপুরি তৈরি হবে না তাই এই সিদ্ধান্ত নিয়েছেন ভারতীও বোর্ড। ফলে ঐ টুর্নামেন্টের ২ টি ম্যাচই হবে বাংলাদেশের মিরপুরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যম কে জানিয়েছেন “আমরা নিশ্চিত ভাবেই ক্রিকেটবিশ্বের গুরুত্বপূর্ণ মানুষদের আমন্ত্রণ জানাব।
পুরনো দিনের কিংবদন্তি ক্রিকেটারদেরও ডাকব। এই দুই ম্যাচকে আকর্ষণীয় করে তোলার জন্য সব রকম চেষ্টা করব। আমরা সবার সঙ্গে তাই যোগাযোগ করছি। ওই সময়ের আগে বা পরে কোনও সিরিজ থাকলেও ক্রিকেটাররা যাতে অংশ নিতে পারেন সেই চেষ্টা করছি”।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.