Header Ads

ফেব্রুয়ারি থেকে আন্দোলনে নামতে চলেছে বাস মালিকরা, বাড়তে পারে বাস ভাড়া

নজরবন্দি ব্যুরোঃ এক দিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে আগুন কোন কিছুরি দাম যেন কমতেই চাইছে না জানিয়ে আমজনতার নাভিশ্বাস উঠছে আর ঠিক তখনই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির পর ফের রাজ্যে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির দাবি উঠল। ফেব্রুয়ারি মাসে বাস ভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামতে চলেছেন বাস মালিকরা। বর্তমানে সাধারণ বেসরকারি বাসে (নন-এসি) ন্যূনতম ভাড়া ৭ টাকা। তা ২ টাকা বাড়িয়ে ৯ টাকা করার দাবি উঠেছে। ভাড়া বৃদ্ধির দাবিতে অবস্থান বিক্ষোভে বাস লাক্সারি ট্যাক্সি সংগঠন গুলি আগামী ৫,৬ ও ৭ ফেব্রুয়ারি ধর্মতলায় বাস মালিক সংগঠনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভে সামিল হবেন। উল্লেখ্য ২০১৮ সালে জুন মাসে শেষবার বাস ভাড়া বৃদ্ধি করা হয়।
প্রথম ৪ কিমির জন্য এখন দিতে হয় ৭ টাকা। ৪ থেকে ১২ কিমি পর্যন্ত ভাড়া ৯ টাকা। ১২ থেকে ১৬ কিমি পর্যন্ত ১০ টাকা, ১৬ থেকে ২০ কিমি পর্যন্ত ভাড়া ১১ টাকা ২০ থেকে ২৪ কিমি পর্যন্ত ১২ টাকা, ২৪ কিমির পর প্রতি ৪ কিলোমিটারে বাড়বে ১ টাকা করে, মিনি বাসের ক্ষেত্রে নূন্যতম বাস ভাড়া এখন ৮ টাকা। প্রথম ৩ কিমি এই ভাড়ায় যাওয়া যায়। ৩ থেকে ৬ কিমি মিনি বাস ভাড়া ৯ টাকা, ৬ থেকে ১০ কিমি ১০ টাকা, ১৬ কিমি পর্যন্ত ১১টাকা, ১৬ কিমির পর প্রতি ৩ কিমিতে বাড়বে ১টাকা করে, এবার যদি এই আন্দলোনের পরে আবার বাস ভারা বৃদ্ধি হয় তাহলে সাধারণ নিত্য যাত্রীদের যে আরও বেশি গ্যাঁটের করি খরচ হবে সেটা আর বোলার অপেক্ষা রাখে না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.