Header Ads

এবছরের ভোটার তালিকা সংশোধন ও নতুন তালিকা তৈরির ঘোষণা নির্বাচন কমিশনের

নজরবন্দি ব্যুরোঃ প্রতি বছরই ভোটার তালিকায় নতুন করে নাম তোলা কিংবা ভোটার কার্ডে নাম সংশোধনের আজ শুরু করে নির্বাচন কমিশন। এবছরও নতুন ভোটার তালিকা তৈরি ও ভোটার কার্ডে ত্রুটি সংশোধনের আজ শুরু করতে চলল নির্বাচন কমিশন। কবে থেকে এই কাজ শুরু হবে তাও জানিয়ে দিল কমিশন। সামনের বছরের জানুয়ারির মধ্যে ১৮ বছর বয়সি সবাইকেই ভোটার তালিকায় নাম তুলবে কমিশন। আর এই কাজে যাতে কোন গোলযোগ তৈরি না হয় সে বিষয়েও স্পষ্ট জানানো হয়। যেহেতু পুরো কাজটাই অফলাইনে হবে তাই একাধিক ত্রুটি হতে পারে।
সাধারণ জনগনের যাতে কোন সমস্যা না হয় কিংবা ফর্মফিলাপে কোন ত্রুটি না হয় সে জন্য প্রতিটি বুথে একটি করে সহায়তা কেন্দ্র থাকবে বলে জানিয়েছে কমিশন। গিয়ে এই কাজ করবেন তাঁদেরও একাধিক অসুবিধা হতে পারে। ফর্ম ফিলাপ করা যাবে বুথ লেভেল অফিসারদের(বিএলও) কাছ থেকে। এমাসের ১৬ তারিখ থেকে আগামী বছর জানুরারির ১৫ তারিখ পর্যন্ত এই কাজ চলবে। এই মর্মে নির্বাচন কমিশন একটি নির্দেশিকা প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে নতুন ভোটারদের তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ৮ নম্বর ফর্ম, নাম বিয়োজনের জন্য ৭ নম্বর ফর্ম ও কার্ডে ত্রুটি সংশোধনের জন্য ৮ নম্বর ফর্ম ফিলাপ করতে হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.