Header Ads

লাভপুরে তিন সিপিএম কর্মী খুনের মামলায় মুকুলের আগাম জামিন খারিজ করল হাইকোর্ট

নজরবন্দি ব্যুরোঃ লাভপুরের বুনিয়াডাঙায় সিপিএম সমর্থক তিন ভাইকে খুনের ঘটনায় কিছুদিন আগে অতিরিক্ত চার্জশিটে বিজেপি নেতা মুকুল রায়ের নাম উল্লেখ ছিল। সেইমত কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন মুকুল। তবে তাঁর আগাম আগাম জামিনের আবেদন মঙ্গলবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এই মামলায় প্রথম থেকেই অভিযুক্তের তালিকায় রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিজেপিতে যোগ দেওয়া নেতা মণিরুল ইসলাম। মুকুলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।
সেই প্রেক্ষিতেই আগাম জামিনের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল। আদালত সূত্রে জানা গিয়েছে, মুকুলের আবেদন ত্রুটিপূর্ণ হওয়ায় ওই হাইকোর্ট খারিজ হয়ে গিয়েছে। ২০১০ সালে লাভপুরের বুনিয়াডাঙা গ্রামে সিপিএম সমর্থক তিন ভাইকে খুনের অভিযোগ ওঠে। এ ঘটনায় নাম জড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের। তবে প্রথমটায় মুকুলের নাম না থাকলেও সম্প্রতি প্রকাশিত অতিরিক্ত চার্জশিটে মুকুল রায়ের নাম রয়েছে। তবে চার্জশিটে বঙ্গবিজেপির চানক্যের নাম থাকায় বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। তবে বিরোধীদের কথায় আমল দিতে রাজি নন মুকুল। এই খুনের মামলায় মুকুলের নাম জড়ানোয় বিজেপির মুখ কিছুটা পুড়ল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.