Header Ads

রাজ্য সরকার বনাম রাজ্যপালের স্নায়ুযুদ্ধে অনির্দিষ্টকালের 'বন্ধ' জন্য বিধানসভা!

নজরবন্দি ব্যুরোঃ অনির্দিষ্টকালের জন্য বিধানসভা মুলতুবি ঘোষণা করা হল। চলতি শীতকালীন অধিবেশন ১৩ই ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু তার আগেই অনির্দিষ্টকালের জন্য মুলতুবি ঘোষণা৷ এ বিষয়ে রাজ্যের শাসক দল তৃণমূলের অভিযোগ, এসটি-এসসি সহ বেশ কয়েকটি বিলে আলোচনার জন্য রাজ্যপাল অনুমতি না দেওয়াতেই মুলতুবি করে দেওয়া হয়েছে অধিবেশন।
পাল্টা রাজ্যের শাসক দল 'নোংরা রাজনীতি’ করছে বলে অভিযোগ করেছেন রাজ্যপাল ধনকড়। এই পরিস্থিতির জন্য সরাসরি রাজ্য সরকারকে দায়ী করছে বাম ও কংগ্রেস। নানা ইস্যুতে রাজ্যপাল-নবান্ন সংঘাত চরমে। তাতেই অন্য মাত্রা যোগ করেছে রাজ্যপালের বিলে সই না করার বিষয়টি। আগে দু’দিন বিধানসভার অধিবেশন বন্ধ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তাই শেষ করে দেওয়া হয় বিধানসভার শাতকালীন অধিবেশন।
রাজ্যপালের এই আচরণে ক্ষুব্ধ রাজ্যের শাসক শিবির। মঙ্গলবার, বিধানসভার কক্ষের বাইরে প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখান দলের বিধায়করা। রাজ্যে তৈরি হওয়া পরিস্থিতির জন্য সরকার পক্ষকেই দায়ী করে বিরোধিরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.