Header Ads

এবার ইলিশ কিনলেই পাবেন ১ কেজি পেঁয়াজ ফ্রি! কোথায়? জেনে নিন।

নজরবন্দি ব্যুরোঃ ইলিশ বিক্রি করতে এমন বুদ্ধি খাটিয়েছেন কলকাতার চারু মার্কেটের এক ব্যবসায়ী, তা দেখে কার্যত তারিফ করতে হয়। রীতিমত বোর্ড টাঙিয়ে পোস্টার লাগিয়েছেন অই ব্যবসায়ী। বোর্ডে লেখা রয়েছে, পদ্মার ইলিশ কিনলেই ১ কিলো পেঁয়াজ একেবারে বিনামূল্যে। দিনে গড়ে ২-৩টে পদ্মার ইলিশ বিক্রি করেতেন চারু মার্কেটের ব্যবসায়ী বাবু বর। এক ধাক্কায় বিক্রি বেড়ে গিয়েছে কয়েকগুণ।
পেঁয়াজের টানেই বহু খরিদ্দার আসছেন তাঁর দোকানে। ১৩০০ টাকা কেজির ইলিশ বিক্রি হচ্ছে আগের থেকে অনেক দ্রুত। একটা পদ্মার ইলিশ কিনলে পাবেন ১ কেজি ভালো মানের পেঁয়াজ। রবিবার ওই বোর্ড লাগিয়ে দেওয়ার পর খরিদ্দারের সংখ্যা একলাফে অনেকটাই বেড়েছে। ইলিশ ১৩০০ টাকা কেজি হলেও খরিদ্দার আসা ক্রমেই বেড়েছে।
চারু মার্কেটের কাছে পোস্ট অফিসের কাছে বেশ কয়েকটি জায়গায় এই পোস্টার লাগানো হয়। ৩ দিনে পদ্মার ইলিশ বিক্রি হয়েছে ৪০টি। আর ৪০ কেজি পেঁয়াজ দিয়েছি বিনামূল্যে। ইলিশের সঙ্গে বিনামূল্যে পেঁয়াজ নিতে এদিন ক্রেতাদের ভিড়ও ছিল দোকানে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.