Header Ads

পাকিস্তানের ভাষায় কথা বলছে কয়েকটি বিরোধী দলঃ নরেন্দ্র মোদী

নজরবন্দি ব্যুরোঃ লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়ে যাওয়ার পর এবার দ্বিতীয়বার এনিয়ে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে বিজেপির সংসদীয় বৈঠকে দলের সাংসদদের মোদী বলেন, "নাগরিকত্ব বিল নিয়ে পাকিস্তানের ভাষায় কথা বলছে বিরোধী দলেরা।
দেশের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে নাগরিকত্ব সংশোধনী বিল। ধর্মীয় কারণে নিপীড়িত মানুষজন স্বস্তি পাবেন। এরকম এক অবস্থায় পাকিস্তান যে ভাষায় এই বিলকে নিশানা করছে সেই ভাষাতেই কথা বলছে কয়েকটি দল।" দলের বৈঠকে এদিন তিনি বলেন, ৩৭০ ধারা বিলোপের পর এটি দেশের ইতিহাসে একটি বড় পদক্ষেপ। এখন থেকে প্রতিবেশী দেশের সংখ্যলঘুরা শুধুমাত্র এদেশে আশ্রয়ই নিতে পারবেন না বরং তারা এদেশের স্থায়ী নাগরিকত্বও পাবেন। গত সোমবার বিলটি লোকসভায় পাস হওয়ার পর এনিয়ে সরব হয়েছে বিরোধীরা।
তাদের দাবি, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করছে সরকার। এটি শুধু বেআইনিই নয় অসংবিধানিকও। তবে নাগরিকত্ব সংশোধনী বিল রাজ্যসভায় ওঠার আগে দলের সাংসদদের সামনে এদিন মোদীর এমই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.