Header Ads

শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নিয়ম চালুর পথে রাজ্য সরকার। #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ সরকারি স্কুলগুলির শিক্ষক-শিক্ষাকর্মীদের পেনশন সংক্রান্ত বিষয়ে নতুন নিয়ম করতে চলেছে রাজ্য সরকার৷ এখন থেকে কাগজে লিখিত আবেদন পত্র যাচাই করার পর অনলাইন ফর্ম পূরণ করতে হবে৷ এমনটাই বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার৷ সরকারি সাহায্য প্রাপ্ত এবং সরকার স্বীকৃত স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে চালু হবে এই নিয়ম। ফর্ম ফিলাপ করাতে হবে ২০১৭র এপ্রিলের নির্দেশিকা মেনে ৷
যেহেতু এই লিখিত আবেদন পত্র পেনশন স্যাঙসনিং অথরিটি অথবা ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর অফ স্কুলে ও একইসঙ্গে জয়েন ডাইরেক্টর অফ অ্যাকাউন্ট (জেডিএ), ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ অ্যাকাউন্ট (ডিডিএ) এবং অ্যাডিশনাল ডাইরেক্টর (এডিএ)-র মাধ্যমে যাইই করা হবে। তবে সেক্ষেত্রে প্রত্যেক স্তরে সময়সীমা কঠোরভাবে পালন করতে হবে৷ কাজের মেয়াদ শেষ হওয়ার তিন বছর আগেই এই প্রক্রিয়া শুরু করতে হবে৷ অফলাইনে আবেদন ফর্ম পূরণের নিয়মাবলীর ক্ষেত্রে উল্লেখযোগ্য-১.পেনশন ফর্ম পূরণের ক্ষেত্রে মাধ্যমিক স্কুলগুলির প্রধান শিক্ষক/ শিক্ষিকা /অ্যাডমিনিস্ট্রেটর/ টিচার ইনচার্জকে এবং প্রাথমিক স্কুল গুলির সাব-ইন্সপেক্টরকে অবসরের চার বছর বাকি আছে এমন কর্মরত কর্মীর নাম, জন্ম তারিখ এবং অবসরের তারিখ সম্বলিত ফরম্যাট মেনে তৈরি করতে হবে এই রেজিস্টার৷
পেনশন রেজিস্ট্রার বহাল রাখতে হবে৷ প্রতিবছর পয়লা জানুয়ারি থেকেই রেজিস্ট্রার তৈরির কাজ শুরু করতে হবে৷ ১৫ জানুয়ারির মধ্যে এর একটি করে কপি পেনশন স্যাঙসনিং অথরিটি এবং স্কুলের ডিস্ট্রিক্ট ইনস্পেক্টরের কাছে জমা করতে হবে৷স্কুলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কর্মচারীদের অবসরের ৪২ মাস আগে আগাম নোটিশ দিতে হবে৷ যেখানে পেনশন সংক্রান্ত সমস্ত নথি এবং সার্ভিস বুক, কোন কর্মচারী অতিরিক্ত কোন টাকা নিলে তা মাসিক বেতনের সঙ্গে যুক্ত করার সেলফ ডিক্লেয়ারেশন ফর্ম ইত্যাদি, অবসরের অন্তত ৪৫ মাস আগে জমা করার কথা উল্লেখ করা থাকবে৷
৩. অ্যাপয়েন্টমেন্ট অর্ডার, পোস্ট এবং অ্যাপয়েন্টমেন্টের অ্যাপ্রুভাল, সাবজেক্ট অথবা গ্রুপ যেখানে একজন কর্মচারী বর্তমানে নিযুক্ত, শিক্ষাগত যোগ্যতার পূর্ণাঙ্গ তথ্য এবং কাজে যুক্ত হওয়ার পরবর্তীকালে শিক্ষাগত যোগ্যতার মান বাড়াতে কোন পরীক্ষা দিলে সেই পরীক্ষার শেষ তারিখ,এক্ষেত্রে কাজের জায়গায় যদি পদোন্নতি হয়ে থাকে সেই সংক্রান্ত পে অ্যান্ড সার্ভিসে পরিবর্তন, ইনক্রিমেন্ট অপশন যা পেনশন স্কিম এর আওতাধীন, যা রোপা রুল এবং পে ফিক্সেশন এর অপশনের নির্দেশিকায় মেনে করা হয়েছে সেই ধরনের সমস্ত বিষয় সময় ক্রম অনুসারে রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করতে হবে৷
৪.পেনশন পেনশন স্যাঙসনিং অথরিটি এই সমস্ত নথি নির্ধারিত তালিকা অনুযায়ী বিবেচনা করে দেখবে এবং নিশ্চয়তা দেয়ার পর তা কোন কর্মচারীর অবসরের ৩৯ মাস আগে পুনরায় যাচাইকরণের জন্য জেডিএ,ডিডিএ, এডিএ-র কাছে পাঠানো হবে৷ ৫. পুনরায় যাচাইকরণের সময় যদি কোন ভুল ধরা পড়ে তাহলে ২ মাসের মধ্যে তা পেনশন স্যাঙসনিং অথরিটিকে সংশোধনের জন্য ফেরত পাঠাতে হবে৷
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.