Header Ads

জমি অধিগ্রহণ ওএনজিসি'র, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে রাজ্যে কৃষকেরা।

নজরবন্দি ব্যুরো: সিঙ্গুরে কৃষকেরা ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে এবং ক্ষতিপূরণ না পেয়ে জমি ফেরতের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিলেন। এই আন্দোলনের জেরে রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটে গিয়েছিল। এবার পশ্চিমবঙ্গের কৃষকেরা ওএনজিসি কর্তৃপক্ষের ১১ একর জমি অধিগ্রহণ এবং ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে রাস্তায় নেমে আন্দোলনে শামিল হলেন। উত্তর ২৪ পরগনার কল্যাণগড় পুরসভার বাইগাছি মৌজার প্রায় ৩০০ জন কৃষক ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে নেমেছে। ওএনজিসি কর্তৃপক্ষ এই মৌজার জমি থেকে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে। ১৯৪৯ সাল থেকে এই কৃষক পরিবারগুলো পতিত জমিতে চাষ করে আসছে। কৃষকদের দাবি, তারা কোনো ক্ষতিপূরণ পায়নি। তাই বুধবার সকাল থেকে আন্দোলন শুরু হয়েছে। কল্যাণগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের শ্রমলক্ষ্মী কলোনিতে ওএনজিসি প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে।
এই ঘটনার জেরে কল্যাণগড় পুরসভার তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে, "গোটা জুবি সরকারি জমি। কৃষকরা জমি দখল করে রেখেছিল। কৃষকদের কাছে যদি প্রয়োজনীয় নথিপত্র থাকে, তাহলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।" যদিও আন্দোলনরত কৃষকেরা এখনো পর্যন্ত কোন নথিপত্র দেখাতে পারেনি। এদিকে আন্দোলনকারী কৃষকেরা দাবি করেছে, ওএনজিসি কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ এবং চাকরি দিতে হবে। ১৯৪৯ সাল থেকে তারা এই জমিতে চাষ করে আসছে। জমির কাগজপত্র তাদের কাছে আছে, কিন্তু তা সত্ত্বেও ওএনজিসি কর্তৃপক্ষ জমি অধিগ্রহণ করেছে, অথচ ক্ষতিপূরণ দেয়নি। আন্দোলনরত কৃষকদের দাবি, "সরকারের কাছ থেকে তারা পাট্টা পেয়েছে। এই জমি অধিগ্রহণ করেছে ওএনজিসি। কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেয়নি। এখন আমরা কোথায় যাবো? কি কাজ করব? এই জমিতে চাষ করি আমাদের জীবন চলছিল। আর এই কারনেই আমরা ন্যায্য ক্ষতিপূরণ চাই।"
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.