Header Ads

বিধানসভায় বন্ধ গেট, রাস্তায় দাঁড়িয়ে থাকলেন রাজ্যপাল।

নজরবন্দি ব্যুরো:কলকাতা বিশ্ববিদ্যালয় গিয়েছিলেন বুধবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার উপাচার্যকে না পেয়ে তালা বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে ছিলেন। আর বৃহস্পতিবার রাজ্য বিধানসভার মূল গেট বন্ধ থাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকলেন এ রাজ্যের রাজ্যপাল। বিল বিতরকের মধ্যেই বিধানসভায় গিয়েছিলেন রাজ্যপাল। বিধানসভায় গিয়ে দেখেন গেটে তালা ঝুলছে। ঠায় দাঁড়িয়ে থাকলেন রাস্তায়। বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ঘুরে দেখলেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়ের সিনেট বৈঠক হওয়ার কথা ছিল।কিন্তু তা বাতিল হয়ে যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে, সিনেট বৈঠক বাতিলের বিষয়টি রাজ্যপালকে চিঠি দিয়ে জানানো হয়েছিল।
ঘন্টা দেড়েক কলকাতা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ঘুরে দেখার পর রাজ্যপাল নিজেই বিশ্ববিদ্যালয় ছাড়েন। এই ঘটনায় তিনি অসন্তুষ্ট সংবাদমাধ্যমের সামনে তা প্রকাশ করেছেন। বারে বারে রাজ্যপাল রাজ্য সংঘাত প্রকাশ্যে চলে আসছে। রাজ্যপালের উত্তরবঙ্গ সফরে থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সফর সর্বত্রই এই ছবি উঠে এসেছে। রাজ্যের সড়ক ব্যবস্থার হাল নিয়েও রাজ্যপালের মুখে রাজ্য সরকারের সমালোচনা শোনা গিয়েছে। এর জবাব দিয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, নিজস্ব ভঙ্গিতে। হেলিকপ্টার বিতর্কেও জড়িয়েছে দুই সাংবিধানিক শাসক প্রধান। অতীতের মতো এবারও রাজ্য বিধানসভায় বিল বিতর্ক এর মাঝে রাজ্য বিধানসভায় এসেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। বিধানসভার গেট তালাবন্ধ দেখে রাস্তায় দাঁড়িয়েই সাংবাদিকদের সামনে দিয়ে দিলেন প্রতিক্রিয়া।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.