ভারতীয় বোলারদের সামলানোর জন্য ওয়েস্ট ইন্ডিজ টিমে ভারতীয় কোচ।
নজরবন্দি ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজ দল ভারত সফরে চলে এসেছে। ৩ টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজ খেলবে বিরাট দের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ। ৬ ডিসেম্বর হায়দারাবাদে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ক্যারিবিয়ানরা।তার আগে মহম্মদ সামি, ভুবনেশ্বর কুমারদের ডেলিভারি সামলানোর জন্য ওয়েস্ট ইন্ডিজ বোর্ড টিমের জন্য ব্যাটিং কোচ নিযুক্ত করল। আরে ব্যাটিং কোচ হিসেবে ক্যারিবিয়ান টিমের সঙ্গে কাজ করবেন মন্টি দেশাই। ইতিমধ্যে ক্যারিবিয়ান হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন নয়া ব্যাটিং কোচ। আইপিএলে রাজস্থান রয়েলস, গুজরাট লায়ন্স এর সঙ্গে কাজ করেছেন মন্টি দেশাই। এছাড়া আফগানিস্তান, কানাডা, নেপাল ইউএই মতো দেশগুলোর ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মন্টির।
ক্যারিবিয়ান হেড কোচ ফিল সিমন্স মন্টি দেশাইকে ব্যাটিং কোচ নিযুক্ত করার প্রসঙ্গে বলেছেন,"আমি মন্ত্রীর সঙ্গে আগে কাজ করেছি। অসাধারণ কোচ মন্টি।খেলোয়াড়দের প্রতিভার পূর্ণ বিকাশ ঘটিয়ে ম্যাচে আরো ভালো পারফর্ম কোন ক্ষেত্রে ও সিদ্ধহস্ত। বিষয়টা আগে থেকেই পরীক্ষিত। ক্রিকেট খেলা নিয়ে মন্টির অগাধ জ্ঞান।" ফিল সিমন্সের কথায়," আমি দেখতে চাই ক্রিকেটে সব ফরম্যাটে আমাদের ব্যাটসম্যানদের সঙ্গে কিভাবে কাজ করে। এই শুরুটা হচ্ছে ভারতের বিরুদ্ধে, এটাই সবচেয়ে ভালো ব্যাপার। " নতুন দায়িত্ব পেয়ে সভাপতি খুশি মন্টি দেশাই। বলেছেন, "হেড কোচ সিমন্স,ডিরেক্টর অফ ক্রিকেট জিমি অ্যাডামস এবং আমাদের অধিনায়ক এর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।" ২০১৯ বিশ্বকাপের পর বিরাট অ্যান্ড কোম্পানি ওয়েস্ট ইন্ডিজ সফরে উড়ে গিয়েছিল। তিন ফরম্যাটেই ক্যারিবিয়ানদের দুরমুশ করে সিরিজ পকেটে পুরে নিয়েছিল। এবার ওয়েস্ট ইন্ডিজ এসেছে ভারত সফরে। হারের বদলা কি নিতে পারবে ক্যারিবিয়ান ক্রিকেট টিম?
কোন মন্তব্য নেই