দাদার হাতে বোনের মৃত্যু। কি ছিল বোনের অপরাধ?
নজরবন্দি ব্যুরোঃ বোন কে গুলি করে হত্যা করলো তার দাদা। কারণ? কারণ, বোন তার দাদা কে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিয়েছে, সেই রাগে দাদা বোন ক গুলি করে হত্যা করলো। মার্কিন যুক্তরাষ্ট্রে আলাস্কার অঙ্করেজের বাসিন্দা বোন আমান্ডা ওয়েন এবং দাদা মোসে টনি ক্রো।৷ ২৮ নভেম্বর থ্যাঙ্কস গিভিংস ডে-র দিন আমান্ডা ওয়েন তার সন্তানকে নিয়ে বাপের বাড়ি আসেন। সেখান তার দাদা মোসের সাথে দেখা হওয়ার পরেই ঘটে যায় এমন একটা অবিশ্বাস্যকর ঘটনা। সম্প্রতি বোন তার দাদাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দেয়।
ওই দিন দুই ভাই বোনের দেখা হওয়ার পরেই তাদের মধ্যে বচসা শুরু হয় এই বিষয় নয়ে। সেই সময়ে মোসে পকেট থেকে বন্দুক বের গুলি করে দেন বোন আমান্ডা ওয়েন কে। আমান্ডার সন্তান টি তখন তার কোলেই ছিল। সন্তান কে নিয়েই সে মাটিতে লুটিয়ে পরে। হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাচানো সম্ভব হয়নি। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গ্রেফতার করা হয় মোসে কে। পরিবারের লোকেদের বক্তব্য মোসে তার পরিবারকে খুব ভালবাসত, সে ইচ্ছা করে এমন ঘটনা ঘটায়নি। ভুল করে গুলি চলে গেছে। তবে,তার পরিবারেরই এক ব্যক্তি পুলিশ কে জানিয়েছেন, ফেসবুক থেকে আনফ্রেন্ড করার রাগেই সে গুলি করে বোন আমান্ডা কে খুন করেছে।
ওই দিন দুই ভাই বোনের দেখা হওয়ার পরেই তাদের মধ্যে বচসা শুরু হয় এই বিষয় নয়ে। সেই সময়ে মোসে পকেট থেকে বন্দুক বের গুলি করে দেন বোন আমান্ডা ওয়েন কে। আমান্ডার সন্তান টি তখন তার কোলেই ছিল। সন্তান কে নিয়েই সে মাটিতে লুটিয়ে পরে। হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাচানো সম্ভব হয়নি। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গ্রেফতার করা হয় মোসে কে। পরিবারের লোকেদের বক্তব্য মোসে তার পরিবারকে খুব ভালবাসত, সে ইচ্ছা করে এমন ঘটনা ঘটায়নি। ভুল করে গুলি চলে গেছে। তবে,তার পরিবারেরই এক ব্যক্তি পুলিশ কে জানিয়েছেন, ফেসবুক থেকে আনফ্রেন্ড করার রাগেই সে গুলি করে বোন আমান্ডা কে খুন করেছে।
কোন মন্তব্য নেই