Header Ads

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমানায় ভারতের এই স্টেডিয়ামে হতে চলেছে বড় ক্রিকেট ম্যাচ।

নজরবন্দি ব্যুরো: কলকাতার ইডেন গার্ডেনে দিন রাতের ঐতিহাসিক গোলাপি বলে টেস্ট ম্যাচের আয়োজন করে বাহবা কুড়িয়ে নিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার সৌরভ গঙ্গোপাধ্যায় এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ ম্যাচের আয়োজনে নেমে পড়েছেন। সৌরভ জানিয়েছেন,"এই ম্যাচ আয়োজনের জন্য আইসিসির অনুমতি নিতে হবে।" গুজরাতের মোতেরার স্টেডিয়ামে হতে চলেছে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ ম্যাচ। নবরুপে সেজে উঠছে মোতেরার স্টেডিয়াম। ৭০০ কোটি ঢালা হয়ে গিয়েছে স্টেডিয়ামের আধুনিকীকরণের জন্য।
নয়া মোতেরার স্টেডিয়ামে দর্শক সংখ্যা ১,১০,০০০ ক্ষমতা হবে। এই মুহুর্তে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১০০,০০২৪ দর্শক বসে ম্যাচ দেখতে পারে। মোতেরার স্টেডিয়ামে লক্ষাধিক দর্শক শুধু বসে খেলাই দেখবে তা নয়। থাকবে সমস্ত সুযোগ সুবিধা। এই স্টেডিয়ামে ফ্যান্সি সিট ছাড়াও থাকবে কর্পোরেট বক্স ৭৬, ড্রেসিং রুম ৪, অনুশীলন মাঠ ৩, ইন্ডোর অনুশীলন পিচ, ৫৫ ঘর বিশিষ্ট ক্লাব হাউজ, অলিম্পিকের মতো সুইমিংপুল, ব্যাডমিন্টন ও টেনিস কোর্ট।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.