Header Ads

জিওর নতুন অল ইন ওয়ান প্ল্যান,যা অন্যদের থেকে এগিয়ে।

নজরবন্দি ব্যুরোঃ জিওর নতুন প্ল্যান শুরু হবে ডিসেম্বরের ৬ তারিখ থেকে তা আগেই জানানো হয়েছে। কিন্তু তারা অন্য প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকার জন্য নিয়ে এসেছে নতুন অল ইন ওয়ান প্ল্যান এবং যা অপেক্ষাকৃতভাবে অন্য নেটওয়ার্কের থেকে বেশ সহজ। ৩৩৬ দিনের জন্য তারা ১৭৭৬ টাকার প্ল্যান বা ৪৪৪X৪ অল ইন ওয়ান প্ল্যান এনেছে। অর্থাৎ ৪ বারের জায়গাতে একবারে রিচার্জ করার সুবিধা। আর এর ফলে তারা পাবে অতিরিক্ত ভ্যালিডিটি( ৮৪X৪)। এই নতুন প্ল্যানের ফলে ক্রেতারা জিও থেকে জিওতে আন লিমিটেড ফোন করার সুবিধা পাবে।
এছাড়া ৪০০০ মিনিট জিও থেকে নন জিওতে পাবে ফোন করার সুবিধা। থাকছে প্রতিদিন ২ জিবি করে ডেটা ব্যবহার করার সুযোগ। এছাড়াও ১০০ টি করে মেসেজ করার সুযোগ। এছাড়াও জিওর অন্য সকল অ্যাপ ব্যবহার করার সুযোগ পাওয়া যাবে। ৪ বার রিচার্জ না করে একেবারে যদি ক্রেতারা এই রিচার্জ করে তাহলে কোন রকম বাধা ছাড়া ৩৩৬ দিন ব্যবহার করতে পারবে৷

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.