Header Ads

২০২০ NEET পরীক্ষার রেজিষ্ট্রেশন শুরু হয়ে গেল।

নজরবন্দি ব্যুরো: ডিসেম্বর ২, মঙ্গলবার থেকে NEET পরীক্ষার আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অনলাইনে আবেদন করতে হবে। ntaneet.nic.in এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। ন্যাশনাল মেডিকেল এয়্যাক্টে, ২০১৪ সালের ১৪ নম্বর ধারায় সরকারি বা সরকার পরিচালিত মেডিকেল ইনস্টিটিউটের মেডিকেল কোর্সে ভর্তির জন্য একটি সাধারণ এবং জাতীয় মানদন্ড সম্পন্ন, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের ব্যবস্থা রয়েছে।
যেমন এআইএমএস, জেআইপিএমআর এবং সমস্ত এইমস প্রতিষ্ঠানের এমবিবিএস কোর্সে ভর্তি NEET এর মাধ্যমে হয়ে থাকে। এই পরীক্ষা হবে ২০২০ সালের,৩ মে। ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের পর প্রার্থীর আবেদনে কোন ভুল থাকলে তা সংশোধন করা যাবে জানুয়ারির ১৫-৩১ পর্যন্ত। পরীক্ষার Admit Card পাওয়া যাবে ২৭ মার্চ, ২০২০ তারিখে। পরীক্ষার ফলাফল কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে জানা যাবে ২০২০, ৪ জুন। বিস্তারিত জানতে নজর রাখুন NEET এর ওয়েবসাইটে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.