Header Ads

মেয়েদের আইপিএল নিয়ে নিজের ভাবনার কথা জানালেন সৌরভ।

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বজুড়ে আইপিএল এর জনপ্রিয়তার কোন তুলনা হয়না। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নতুন ভাবনার কথা বললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। ছেলেদের আইপিএল এর পর এবার মেয়েদের আইপিএল নিয়ে ভাবনা শুরু দাদার। তবে তাতে কিছু বাধ্য বাধকতা আছে যা নিয়ে কথা বলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট। কারণ প্রাপ্তন ভারতীয় মহিলা ক্রিকেটার এবং কোচরা মনে করেন বেশি করে দল নিয়ে করা হোক উইমেন্স আইপিএল।
 এই প্রসঙ্গেই এক সাংবাদিক সম্মেলনে সৌরভ জানান সাত-আটটা দল নিয়ে মহিলাদের আইপিএল করতে গেলে এখনো বেশ কিছুটা সময় লাগবে। কারণ বেশি করে দল নিয়ে করতে গেলে বেশি করে মহিলা ক্রিকেটারের দরকার যা এই মুহূর্তে নেই । তাই যদি বড় করে মহিলাদের আইপিএল করার কথা ভাবা হয় তাহলে সে ক্ষেত্রে এখনও বছর চারেক সময় লেগে যাবে তারপরেই বেশি করে দল নিয়ে মহিলাদের আইপিএল করা সম্ভব।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.