Header Ads

স্রিজিত-মিথিলার বিয়ে নিয়ে বার্তা দিলেন তসলিমা।

নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছুদিন ধরে গুঞ্জন এর পর বিয়ে করলেন সৃজিত মিথিলা। যে বিয়ে নিয়ে দুই বাংলার মানুষজন তো বটেই বেশ কিছু বিশিষ্ট মানুষ জনও এই বিয়ে কে নিজের মতো করে ব্যাখ্যা করেছেন। যেমন ওপার বাংলার বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন তার নিজের ফেসবুক পেজে। লিখলেনঃ "সৃজিতকে জানি তাঁর ছবি দেখে। মিথিলা সম্পর্কে কিছুই জানতাম না।
কাল ফেসবুকে দুজনের বিয়ের খবর পড়ার পর মিথিলা কে সে তথ্য গুগল করে পেয়েছি। ব্যাপারটা চমত্কাজর। এই প্রেমটা।শুধু প্রেমই নয়, বিয়েও। পুব আর পশ্চিমের মিলন। এসব যত বেশি ঘটবে, তত উড়বে ধর্ম, ঘুচবে সংস্কার, ছিঁড়বে কাঁটাতার, মরবে বিদ্বেষ।" মনে করেন এই লেখিকা। তাই বলাই যায় সৃজিত-মিথিলার বিয়ে শুধু এপার-ওপার বাংলার মিলন নয়, হিন্দু-মুসলমানের মিলন নয়। এ মনুষ্যত্বের মিলন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.