Header Ads

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শিলটন।

নজরবন্দি ব্যুরোঃ এবার ময়দানে বাজলো বিয়ের বাঁশি। বিয়ে করতে চলেছেন মোহনবাগান তারকা শিলটন পাল। আগামী ১১ই ডিসেম্বর বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। পাত্রীর নাম সায়না মণ্ডল। মোহনবাগানের ঘরের ছেলে বলে কথা তাই ১৪ই ডিসেম্বর রিসেপশন অনুষ্ঠানের মেনুতে অনেক খাবের সাথে অবশ্যই থাকছে গলদা চিংড়ি।
 আর বরের পোশাক শেরওয়ানিতে থাকছে ফ্যাশন ডিজাইনার প্রিয়াঙ্কুর সেনগুপ্তের তৈরি বিশেষ কাজকরা। যেখানে ফুটবল সংক্রান্ত অনেক ছবি। তাহলে এইবার এক নতুন জীবনের দিকে পা বাড়াতে চলেছেন এই মহনবাগানি। নজরবন্দির পক্ষ থেকে রইলো অনেক অনেক শুভেচ্ছা তাঁর আগামী নতুন জীবনের জন্য।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.