Header Ads

যাত্রীবাহী বিমান ভেঙ্গে পড়ে ভয়াবহ দুর্ঘটনা কাজাখস্তানের আলমাটি বিমানবন্দরে।

নজরবন্দি ব্যুরোঃ যাত্রীবাহী বিমান ভেঙ্গে পড়লো দোতলা বাড়ি উপরে। ঘটনাটি ঘটেছে কাজাখস্তানের আলমাটি বিমানবন্দরে। ৯৫ জন যাত্রী এবং ৫ জন বিমান কর্মী সহ বিমানটি আলমাটি বিমানবন্দর থেকে নুর সুলতানের পথে উড়ান নিয়েছিল। টেক অফ করার কিছুখনের মধ্যে বিমানটি বিমানবন্দরের সংলগ্ন একটি দোতলা বাড়ির উপরে ভেঙ্গে পড়ে। প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে, পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারের কাজ চলছে। আপাতত ১০ টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতের সংখ্যা আরও বেশি বলে ধারনা করা হচ্ছে। বিমানটির মধ্যে কিছু মানুষ জীবিত আছে বলেও মনে করা হচ্ছে। তবে এখনো তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
যে বাড়িটির উপরে বিমানটি ভেঙ্গে পড়েছে সেই বাড়িতে কেউ ছিলেন কিনা তা এখনো জানা যায়নি। আলমাটি বিমানবন্দর টি পাহাড়ের উপরে অবস্থিত। সূত্রের খবর অনুযায়ী, দেশে একটি অসামরিক বিমান পরিবহন কমিটি জানিয়েছেন, বিমানটি টেক-অফের সময় খুব কুয়াশা থাকার কারনে পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার অন্য কোন কারণ আছে কি না তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার কাজ চলছে। দেশের প্রেসিডেন্ট কাসিম জমার্ট টোকায়েড এই ঘটনার জন্য শোকপ্রকাশ করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন এই ঘটনার পিছনে কারোর গাফিল থাকলে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.