Header Ads

আত্মঘাতী জনপ্রিয় অভিনেতা কুশল পঞ্জাবী

নজরবন্দি ব্যুরোঃ রহস্যজনক ভাবে মৃত্যু হল জনপ্রিয় বলিউড অভিনেতা কুশল পঞ্জাবীর। শুক্রবার ভোরে অভিনেতার মুম্বইয়ের ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। জানা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রাতে কুশল বৃহস্পতিবারই নিজের বাড়িতে আত্মহত্যা করেন। মাত্র ৩৭ বছরে এই অভিনেতা নিজের জীবন শেষ করে দেওয়ায় টেলি জগতে শোকের ছায়া নেমেছে।
কুশলের ঘনিষ্ঠ বন্ধু করণবীর বোহরা এই খবরটি নিশ্চিত করে আবেগভরা পোস্ট লেখেন ইনস্টাগ্রামে। তিনি লেখেন, 'আমি মর্মাহত। হতে পারে এখন যে জায়গায় তুমি রয়েছ তা অনেক বেশি সুখকর। কিন্তু এই ক্ষতি পূরণ হওয়ার নয়।' ২০১৫ সালে ইউরোপিয়ান গার্লফ্রেন্ড আঁদ্রে ডোলহেনের সঙ্গে গোয়ায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন কুশল। তাঁদের একটি তিন বছরের ছেলেও রয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.