Header Ads

এক মুসলমান বন্ধুকে দেশ থেকে তাড়ানোর মন্তব্য বাবুলের! চ্যালেঞ্জ করলেন শতরূপ।

নজরবন্দি ব্যুরো : CAA ও NRC নিয়ে সারা রাজ্যে একের পর এক বিক্ষোভ ঘটে চলেছে। সেই নিয়েই দেশের শান্তি ও ক্ষুন্ন হয়েছে। বিজেপি নেতা মোদি ও অমিত শাহের বক্তব্য CAA - র মাধ্যমে আগে দেশের মানুষদের নাগরিকত্ব সুনিশ্চিত করা হবে। তারপর বিদেশীদের দেশ থেকে বিতাড়িত করা হবে। কিন্তু বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ায় CAA ও NRC ভাষা পোস্ট শেয়ার করে তাতে তিনি কুটক্তি মন্তব্য করেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্সে তর্ক বিতর্কের ও সৃষ্টি হয়। বাবুল সুপ্রিয় এক মুসলমান বন্ধুকে উদ্দেশ্য করে কমেন্ট বক্সে লেখেন - 'আগে তোমায় তোমার দেশে ফেরত পাঠাই তারপর পোস্টকার্ডে জবাব দেবো।'
তার কমেন্টটি এটাই স্পষ্ট করেছে, তিনি নিজেই ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন কে বা কারা দেশে থাকবে আর কে বা কারা দেশ থেকে বিতাড়িত হবেন। বাবুলের এই কমেন্টে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ জবাবে বলেন, ' এটাই ওর দেশ, ও এদেশেই থাকবে, কারোর বাবার ক্ষমতা থাকলে ওকে বার করে দেখাক।' শতরূপ ঘোষ তার কমেন্টের মাধ্যমে এটাই স্পষ্ট করতে চেয়েছেন যারা এই দেশে বসবাস করে দেশ সবার। কাউকে দেশ থেকে বার করা কারো ক্ষমতা নেই। বাবুলের এহেন কমেন্টে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়েছে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.