Header Ads

খুব খারাপ আছেন পাকিস্তানি প্রাক্তন স্পিনার দানেশ কানেরিয়া। সাহায্য চেয়ে ইমরান কে চিঠি।

নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানের বোলার দানেশ কানেরিয়াকে মনে আছে? পাকিস্তান দলের দ্বিতীয় হিন্দু ক্রিকেটার ছিলেন তিনি। ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের হয়ে খেলার সময়ে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে দানেশকে নির্বাসিত করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তার পরে অনেকের কাছেই সাহায্যের আবেদন করেন কানেরিয়া। কিন্তু, প্রাক্তন এই স্পিনারের আবেদনে কেউই সেভাবে আগিয়ে আসেন নি তাই বাধ্য হয়ে এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে সাহায্য প্রার্থনা করছেন কানেরিয়া। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে লেখা এক চিঠিতে এই প্রাক্তন লেগ স্পিনার জানিয়েছেন, জীবন ভালো ভাবে কাটছে না তাঁর।
পাকিস্তান দলের অন্যান্য ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মেটাতে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাঁর ক্ষেত্রে তা পুরোপুরি স্তব্ধ। তিনি এও বলেছেন যে পাকিস্তানের জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলতে পারাটা তাঁর কাছে সম্মানজনক। পাকিস্তানের প্রধানমন্ত্রী ছাড়াও প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট প্রশাসক অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছেন এই প্রাক্তন লেগ স্পিনার। পাকিস্তানের হয়ে ৬১টি টেস্টে ২৬১ উইকেট নিয়েছেন দানিশ কানেরিয়া। ১৮টি ওয়ান ডে ম্যাচে ১৫টি উইকেট রয়েছে পাকিস্তানের এই প্রাক্তন লেগ স্পিনারের।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.