Header Ads

সোশ্যাল মিডিয়ায় মনীষীদের বিকৃত ছবি পোস্ট,গ্রেফতার কলেজ পড়ুয়া

নজরবন্দি ব্যুরোঃ মনীষীদের ছবি বিকৃত করে মিম বানিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে গ্রেফতার এক কলেজ পড়ুয়া। পুলিশ জানিয়েছে ধৃত মণিময় আইচ দক্ষিণ কলকাতার একটি কলেজের পদার্থবিদ্যার তৃতীয় বর্ষের ছাত্র।মেদিনীপুরের বাসিন্দা ওই ছাত্র গড়িয়া স্টেশনের কাছে একটি মেসে ভাড়া থাকত। 'স্পেসিফায়েড তারকাটা' নামে ওই পেজ থেকে ওই যুবক বিকৃত মিম পোস্ট করত বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ফেসবুক পেজটি দুবছর আগে থেকে শুরু হয়| প্রথমটায় মজার মজার মিম পোস্ট করা হত পেজ থেকে। কিন্তু বেশ কিছুদিন পর থেকে বিভিন্ন মনীষীদের বিকৃত ছবি পোস্ট করা শুরু করে ওই পেজ। সেই সঙ্গে অশ্লীল মন্তব্যও লেখা হত বলে অভিযোগ। পেজটির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা হতে থাকে কলকাতা পুলিশের কাছে।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিকৃত পোস্টগুলি নজরে এসেছিল সাইবার সেলের অফিসারদের| এরপর তদন্তকারী অফিসাররা অ্যাডমিনকে চিহ্নিত করেন। তারপরই বৃহস্পতিবার রাতে মণিময় আইচ নামে ওই কলেজ পড়ুয়াকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় যুবকের দুটি স্মার্ট ফোন ও দুটি পেনড্রাইভ। কেন এই কলেজ পড়ুয়া মনীষীদের ছবি বিকৃত করে মিম বানিয়ে ফেসবুকে পোস্ট করত, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.