Header Ads

এনআরসি নিয়ে কোলকাতায় এসে কেন্দ্রকে তোপ কানহাইয়া কুমারের।

নজরবন্দি ব্যুরোঃ সোমবার কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে এনআরসি বিরোধী আন্দোলনে যোগ দিতে কলকাতায় আসেন কানহাইয়া কুমার। সেখানে তিনি বলেন “এনআরসি'র জন্য তথ্য চাইতে বাড়িতে কেউ এলে তাঁকে কোনও তথ্য দেবেন না। বলে দিন, আপনি স্বাধীন দেশের নাগরিক। নাগরিকত্ব প্রমাণের দায় কেন্দ্রের। তাই কেন্দ্রকেই প্রমাণ করতে হবে, কারা নাগরিক আর কারা নাগরিক নন”। তিনি আরও বলেন আসলে “এনআরসি, এনপিআর বা ক্যাব যে নামেই বলা হোক না কেন, মূল উদ্দেশ্য বিভাজনের রাজনীতি কায়েম করা”।

তিনি জানান ১৯ ডিসেম্বর দেশজুড়ে সম্প্রীতি দিবস পালন করা হবে। পাশাপাশি কেন্দ্রের এনআরসি-র বিরদ্ধে পূর্ণ অসহযোগিতা করা হবে। ঐ একই মঞ্চ থেকে সিপিআইএম নেতা মহম্মদ সেলিম বলেন “২০১৬ সাল থেকে সিপিএম এনআরসি'র বিরোধিতা করে আসছে। তাই এই ইস্যুতে যে কোনও সংগঠনের সঙ্গে রাজ্যে এনআরসি বিরোধী মঞ্চ করে আন্দোলন করতে তৈরি রাজ্য সিপিএম”। এই মঞ্চে উপস্থিত ছিলেন তরুণ আইএএস কারনান গোপিনাথন , সমাজকর্মী কবিতা কৃষ্ণণ, ইমতিয়াজ আহমেদ মোল্লা, বিধায়ক আলি ইমরান রামজ(ভিক্টর)-সহ একাধিক বিশিষ্টজন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.