Header Ads

পেশ হলো নাগরিকত্ব সংশোধনী বিল। নাগরিকত্ব পেতে লাগবেনা রেশন কার্ড জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নজরবন্দি ব্যুরোঃ হাজারো বিরোধিতাকে সাথে নিয়েই সংসদে পেশ হলো নাগরিকত্ব সংশোধনী বিল। আজ সোমবার দুপুর ১২টায় সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদে নাগরিকত্ব বিল পেশের পরে জবাবি ভাষণে অমিত শাহ জানান, "উদ্বাস্তু অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব পেতে রেশন কার্ডের প্রয়োজন নেই। যেদিন থেকে ভারতে এসেছেন সেদিন থেকেই ভারতের নাগরিকত্ব পাবেন। এই আইনের উপর ভিত্তি করে যারা নাগরিকত্ব পাবে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ সংক্রান্ত সমস্ত মামলা খারিজ হয়ে যাবে।
 নাগরিকত্বের আবেদন করার পরে কারোর বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ উঠলে নাগরিকত্ব পাওয়ার সাথেই তা খারিজ হয়ে যাবে।" লোকসভায় বিল পেশের পরে বিরোধীরা এই বিলকে সংবিধানের ৫,১৪,২৫,২৬ ধারাগুলির বিরোধী বলে বিরোধীতা করেন। বিরোধীদের দাবি না মেনে সরকার যুক্তি দিয়ে তাদের দাবি খন্ডন করেন। বিরোধী দলগুলিকে কটাক্ষ করে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, "নাগরিকত্বের আবেদন জানানো হলেই তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দায়ের হবে বলে অনেকে রটাচ্ছে। এই সমস্ত কথায় কান দেবেন না।"
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.