Header Ads

ভারতকে দুটো দিন-রাতের টেস্ট খেলার আবেদন জানাতে চলেছে অস্ট্রেলিয়া, তা শুনে দাদা কি বললেন জানেন?

নজরবন্দি ব্যুরোঃ সামনের বছর জানুয়ারিতে তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়া যাবে ভারতীয় ক্রিকেট দল। আর সে দেশে গিয়ে একটা নয়, অন্তত দুটো দিন-রাতের টেস্ট খেলুক ভারত। এমনটাই আবেদন করতে চলছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের কাছে আবেদন জানাতে চলেছে অস্ট্রেলিয়া। বিষয়টি নিয়ে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথমটায় স্পষ্ট কোনো মন্তব্য না করলেও খবরটি চাউর হওয়ার পর অবশ্য খারিজ করে দেন তিনি। তবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এয়ার্ল এডিংস একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, সামনের বছর ভারতের অস্ট্রেলিয়া সফরে দু’টো দিন-রাতের টেস্টের আবেদন জানাবেন তাঁরা।
জানুয়ারিতে ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া গেলে তখন বিসিসিআই প্রতিনিধিদের কাছে সরকারি ভাবে দু’টো দিন-রাতের টেস্ট খেলার আবেদন করতে পারেন এডিংসরা।এই প্রসঙ্গেই এডিংস বলেন, “ওরা (ভারত) প্রথম বার দিন-রাতের টেস্ট খেলল আর কী ভালো ভাবে জিতে গেল। আমি আশা করছি, ওরা আমাদের দেশে একটা কী তার বেশি দিন-রাতের টেস্টও খেলতে পারে।” অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সরকারি ভাবে প্রস্তাব দিলে, তাঁরা কী করবেন? শুক্রবার সৌরভকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, “সরকারি ভাবে কোনো বার্তা আমরা পাইনি। তবে চারটের মধ্যে দু’টো দিন-রাতের টেস্ট খেলা বাড়াবাড়ি। দিন-রাতের টেস্ট কখনোই ক্ল্যাসিক্যাল টেস্টকে সরাতে পারবে না।”
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.