Header Ads

নয়া নিয়ম এবার থেকে আইপিএলে, ধার নেওয়া যাবে ক্রিকেটার

নজরবন্দি ব্যুরোঃ অন্য ইভেন্ট গুলোকে টেক্কা দিয়ে আগামী দিন বড়সড় চমক নিয়ে আসতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ(আইপিএল)। ইউরোপের ফুটবল ক্লাব গুলির নিয়মের আদলে সেজে উঠবে এবারের আইপিএল। এই নতুন আইপিএলে শুধুই চমকই নেই, রয়েছে অভিনবত্ব। খেলার নিয়মেই আনাহচ্ছে বড়সড় বদল। আর যা এই খেলাকে বিশ্বের মধ্যে একধাপ এগিয়ে দেবে বলে মনে করছে ভারতের ক্রীড়া বিশেষজ্ঞরা। এবারের আইপিএলে প্রত্যেকটা দলই একে অপরের থেকে ক্রিকেটার ধার নিয়ে খেলাতে পারবে। এই নিয়মই এতদিন ক্রিকেট খেলায় দেখা যেত না। মূলত ইউরোপে ক্লাব গুলি ফুটবল খেলার ক্ষেত্রে এই নিয়ম চালু রাখত।
এই প্রথম দেশের ক্রিকেটের সবচাইতে বড় ইভেন্টে নয়া নিয়ম চালু হল। কোনও ক্রিকেটারকে দলে অপ্রয়োজনীয় মনে হলে তাঁকে অন্য ক্রিকেট দলের হয়ে খেলার সুযোগ দেওয়া হবে। আইপিএল অর্ধসমাপ্ত হওয়ার পর থেকেই এই নিয়ম কার্যকরী হবে। দেশি ও বিদেশের সব প্লেয়ারই এই আওতায় আসবেন। নতুন নিয়ম চালু হওয়ার কথা ঘোষণা হওয়ায় খুশি অনেকেই। তবে ক্রিকেটাররা আর্থিক দিক থেকে কতটা লাভবান হবেন তা নিয়ে সঠিক কোন তথ্য না থাকায় ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রীড়া মহলে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.