নাগরিকত্ব নিয়ে মনমোহন ও মমতার পুরানো ভিডিও প্রকাশ করল বিজেপি
নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি এনআরসি নিয়ে কংগ্রেস ও তৃণমূলের অবস্থানের পরিপ্রেক্ষিতে দুটি ভিডিও সামনে আনল গেরুয়া শিবির। ওই ভিডিওতে বাংলাদেশের সংখ্যালঘুদের ভারতে নাগরিকত্ব দেওয়ার অনুরোধ জানাতে দেখা যায় কংগ্রেস ও তৃণমূল, এই জাতীয় ও আঞ্চলিক দল দুটির হেভিওয়েট লিডারদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ২০০৩ সালের একটি আভিডিয়োটিতে দেখা যায় তৎকালীন কেন্দ্রের এনডিএ সরকারের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের নাগরিকত্বের দাবি জানাচ্ছেন তৎকালীন বিরোধী দলনেতা মনমোহন সিং। ডেপুটি প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে উদ্দেশ্য করে কথাগুলি বলতে দেখা যায়।
সোশ্যাল মিডিয়ায় ২০০৫ সালের একটি ভিডিও প্রকাশ করে বিজেপি। এতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সমস্যা নিয়ে সরব হয়েছেন। মমতা। ভিডিও দুটি প্রকাশ করে বিজেপি তরফে অভিযোগ করে বলা হয় যে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কংগ্রেস-তৃণমূল উভয়ই দ্বিচারিতার প্রমাণ দিচ্ছে। আগে দু'দলই বাংলাদেশের সংখ্যালঘুদের নাগরিকত্বের দাবি জানিয়ে ছিল। তবে এখন আইন বলবৎ হওয়ায় কেন তারা বিরোধীতা করছে! তবে ভিডিয়োটি ভুয়ো বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়ো ভিডিও বানিয়ে অপপ্রচার করার চেষ্টা করছে বিজেপির আইটি সেল। ভিডিওটি প্রকাশ্যে আসায় তোলপাড় রাজ্য রাজনীতি।
সোশ্যাল মিডিয়ায় ২০০৫ সালের একটি ভিডিও প্রকাশ করে বিজেপি। এতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সমস্যা নিয়ে সরব হয়েছেন। মমতা। ভিডিও দুটি প্রকাশ করে বিজেপি তরফে অভিযোগ করে বলা হয় যে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কংগ্রেস-তৃণমূল উভয়ই দ্বিচারিতার প্রমাণ দিচ্ছে। আগে দু'দলই বাংলাদেশের সংখ্যালঘুদের নাগরিকত্বের দাবি জানিয়ে ছিল। তবে এখন আইন বলবৎ হওয়ায় কেন তারা বিরোধীতা করছে! তবে ভিডিয়োটি ভুয়ো বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়ো ভিডিও বানিয়ে অপপ্রচার করার চেষ্টা করছে বিজেপির আইটি সেল। ভিডিওটি প্রকাশ্যে আসায় তোলপাড় রাজ্য রাজনীতি।
কোন মন্তব্য নেই