Header Ads

শীতের আমেজ,শহরের চিড়িয়াখানায় এলো নতুন অতিথি।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের শীতের আমেজ শুরু আর তার সাথে শুরু চিড়িয়াখানা গুলিতে নতুন নতুন অতিথিদের আগমন। আলিপুর, পুরুলিয়া সব জায়গায় এসে পড়েছে নতুন অতিথিরা। আলিপুর চিড়িয়াখানায় নতুন ৮ প্রানীকে নিয়ে আসা হয়েছে ভাইজ্যাকের চিড়িয়াখানা থেকে। এবং এখান থেকেও বেশ কিছু প্রানী কে ভাইজ্যাকে পাঠানো হয়েছে। কলকাতা চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে চারটি জঙ্গলি কুকুর, দুটি লেমুর, দুটি পেলিকান, আর তার বদলে ভাইজ্যাকে পাঠানো হয়েছে দুটি জেব্রা, দুটি মনিটর গিরগিটি ও একটি মারমোসেট। ভাইজ্যাক থেকে আনা লেমুর দুটির বিশেষত্ব হল প্রানী দুটির লেজের গলাকার দাগ।

 আর পেলিকন দুটি বিশেষ প্রজাতির। পেলিকনের গায়ে আছে স্পট। এই সব প্রানীগুলি নবাগত তাই এখোন প্রাণী গুলিকে সবার সামনে আনা হয়নি। নতুন অতিথিদের সাথে থাকছে অ্যামাজনের অ্যানাকন্ডাও। আলিপুর চিড়িয়াখানার মতো কিছু নতুন অতিথির দেখা পাওয়া যাবে পুরুলিয়া সুরুলিয়া মিনি জু। আনা হয়েছে তিনটি নতুন সম্বর। সম্বর গুলি হরিণের মতো দেখতে হলেও আকারে অনেকটা রড়সড়।কিন্তু এখনই দেখা পাওয়া যাবে নতুন অতিথিদের। কিছুটা সময় লাগবে পরিবেশের সাথে মানিয়ে নিতে তার পরেই তাকে দর্শকদের সামনে আনা হবে।এই সম্বর ছাড়াও আনা হচ্ছে লেপার্ড, জঙ্গল রেড ফাউল, লেসার ক্যাট ও হায়নাও। রাঁচির কালামাটি বিরসা মৃগ বিহার থেকে লরিতে করে সোমবার রাতে আনা হয় নতুন প্রানী গুলিকে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.