Header Ads

এবার ভুঁড়ির দিন শেষ! মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত,ফিট না হলেই পুলিশকে অবসরে পাঠাবে সরকার!

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের নয়া পুলিশ নীতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে কোনও পুলিশ অফিসার যথেষ্ট ফিট না হলেই তাকে অবসরে যেতে বাধ্য করা হবে। রাস্তায় আচমকা চোর আপনার ব্যাগ বা মোবাইল ছিনিয়ে দিল এক দৌড়। আপনি দেখতে পাচ্ছেন সামনেই পুলিশ দাঁড়িয়ে। কিন্তু অভিযোগ করার ইচ্ছেটুকুও রইল না! থাকবেই বা কীভাবে? কোনও পুলিশের শরীরে মেদের পরিমাণ যদি এতটা বেশিই থাকে যে তার শরীরের আগে ভুঁড়ি হাঁটে, তার কাছে থেকে এই ধরনের কোনও সাহায্যের আশা না করাই ভাল। তবে মোটা অথবা বিরাট ভুঁড়িওয়ালা পুলিশের জন্য এবার বিপদ আছে।
এই পেশার জন্য যারা ফিট হবেন না, তাদের ঘরেই বসে থাকতে হবে। এমনই অভিনব সিদ্ধান্ত নিয়েছে রাজস্থানের গেহলট সরকার। যেসব পুলিশকর্মীরা অতিরিক্ত অলস বা মোটা, তাদের এবার জোর করে অবসরে পাঠানো হতে পারে রাজস্থানে। জানা যাচ্ছে, শারীরিকভাবে ‘আনফিট’ পুলিশ অফিসারদের এবার নির্ধারিত সময় বেঁধে দেওয়া হবে। যেভাবেই নিজের শরীরকে ওই সময়ের মধ্যে ফিট করতে হবে।একই সঙ্গে জানানো হয়েছে, দু বছর না হওয়া পর্যন্ত কোনও কনস্টেবলকে পুলিশ মহকুমায় বদলি করা হবে না।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.