Header Ads

পিঁয়াজ কিনতে পেতে পারেন লোন, বন্ধক রাখতে হবে আধার কার্ড। অবাক কান্ড!

নজরবন্দি ব্যুরো : ক্রমশই বাড়ছে বাজারে পিঁয়াজের দাম। পিঁয়াজের দাম প্রায় ৬০ - ৮০ পেরিয়ে সেঞ্চুরি ছুঁয়েছে। প্রত্যেক রাজ্যেই পিঁয়াজের দামের ঝাঁজে চোখে জল আম জনতার। তবে দামের চিন্তায় পিঁয়াজ কিনতে না পারা থেকে মুক্তি পেতে পারেন। কারণ, এবার পিঁয়াজ কেনার জন্য আপনি পেতে পারেন লোন। লোন নেওয়ার পরিবর্তে আপনাকে বন্ধক রাখতে হবে আপনার আধার কার্ড। ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, টিভি এসবের মত দামী জিনিস কেনার ক্ষেত্রে লোন নেন অনেকেই। কিন্তু এখন পিঁয়াজ কিনতে লোন পাওয়া সম্ভব। পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রায় প্রত্যেক রাজ্যেই পিঁয়াজের দাম ঊর্ধ্বমূখী। এ বিষয়ে সাধারণ মানুষের সমস্যা হলেও তা নিয়ে কোনো মাথা ব্যাথা নেই কেন্দ্রের। এই অভিযোগে প্রত্যেক রাজনৈতিক দল, আম জনতা ও সমাজবাদী পার্টি পথে নেমে প্রতিবাদে সামিল হয়। এর বিরুদ্ধে প্রতীকী আন্দোলন হিসেবে দলীয় কর্মীরা বারানসীর বেশ কয়েকটি দোকানে চড়া দামে পিঁয়াজ বিক্রি করতে বসেন।
যারা এত দামে পিঁয়াজ কিনতে অস্বীকার করে তাদের লোন দেওয়ার প্রস্তাব দেন সমাজবাদী পার্টির কর্মী সমর্থকরা। তবে শর্ত একটাই পিঁয়াজ কেনার জন্য লোন নেওয়ার পরিবর্তে বন্ধক রাখতে হবে আধার কার্ড অথবা রুপোর গয়না। এর আগে কংগ্রেসের তরফেও পিঁয়াজের মূল্য বৃদ্ধির জন্য প্রতীকী আন্দোলন করা হয়। কংগ্রেসের কর্মীরা রাস্তার পাশে বসে মাত্র ৪০ টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি করেন। কংগ্রেস নেতা শৈলেন্দ্র তিওয়ারি বলেন, " সবজির দাম ক্রমশ বাড়ছে যার জেরে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তবে তা নিয়ে সরকারের কোনো মাথা ব্যাথা নেই।" তবে রাজনৈতিকতা থেকে দূরে গিয়ে আম জনতার এখন একটাই প্রতীক্ষা, কবে পিঁয়াজের দাম কমবে সেটার দিন গুনছেন তাঁরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.