Header Ads

বাংলার হয়ে খেলতে দেখা যাবে না মহম্মদ সামিকে! কিন্ত কেন?

নজরবন্দি ব্যুরো:ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ ভারতের অন্যতম পেসার মহম্মদ সামির। কিন্তু ক্ষোভের কারণটা কি? খোঁজ নিয়ে জানা গেল সামির ভাই মহম্মদ কাইফের কাগজপত্রে জন্ম তারিখ নিয়ে গরমিল ছিল। আর এই কারণে বাংলার অনূর্ধ্ব ২৩ বিভাগে সুযোগ পায়নি মহম্মদ সামির ভাই। পুরো বিষয়টা নিয়ে সিএবির ভূমিকায় অসন্তুষ্ট ভারতীয় পেস বোলার। সামির ভাই কলকাতার টাউন ক্লাবের হয়ে খেলেন। সামি নিজের ভাইয়ের বাংলা দল থেকে বাদ পড়া প্রসঙ্গে মনে করেন সিএবি এ বিষয়ে আরো সদর্থক ভূমিকা নিতে পারত।
এই বিষয় নিয়ে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এর ওপরে ক্ষোভ জন্মেছে মহম্মদ সামির। সামি অভিযোগ তুলেছে,এই সমস্যার বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় কোন আগ্রহ দেখাননি। এদিকে গোটা ঘটনায় সিএবি হাত তুলে নিয়েছে। সিএবি জানিয়েছে বিষয়টি এখন তাদের এক্তিয়ারে নেই, বিসিসিআই এর কাছে চলে গিয়েছে। কিন্তু সামি মনে করছে, এই বিষয়ে সিএবি একটু উদ্যোগী হলে তার ভাই বাংলার অনূর্ধ্ব ২৩ দলে সুযোগ পেত। এদিকে এ বিষয়ে সিএবি দাবি করেছে, মহম্মদ কাইফ এর কাগজপত্র দুবার বোর্ডে পাঠানো হয়েছে, কিন্তু বোর্ডের কাছ থেকে কোন উত্তর আসেনি। আর এই ইস্যুতেই মহম্মদ সামি বাংলার হয়ে না খেলার ইঙ্গিত দিয়েছেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.