Header Ads

বড়দিন পালনে অভিনব উদ্যোগ চুঁচুড়া মিয়ারবেড পীরতলা তরুণ সংঘ দুর্গোৎসব কমিটির।

নজরবন্দি ব্যুরো : এই প্রবল ঠাণ্ডা আমেজ, সাথে উৎসব অথবা পিকনিকের প্রস্তুতি নিচ্ছে সকলে। আর ঠিক সেই সময়ে এক অভিনব মানবিক কাজের দৃষ্টান্ত স্থাপন করল চুঁচুড়া পীরতলা তরুণ সংঘের সদস্যরা। তরুণ সংঘের সদস্যরা তাদের গত বছরের দূর্গা পূজার আয়োজন থেকে খরচ বাঁচিয়ে ও নিজেদের উদ্যোগে ১০০ পিস নতুন কম্বল, ১০০ পিস খাবারের প্যাকেট (ফ্রাইড রাইস, চিলি চিকেন, কেক, বিস্কুট, জলের বোতল) পৌঁছে দিল শহরের স্টেশন চত্বর, হাসপাতাল, বেন্ডেল চার্চ সহ আরও অন্যান্য জায়গায় থাকা ফুটপাত বাসীদের হাতে। ফুটপাত বাসীদের কাছে তারাই হয়ে উঠল রিয়েল লাইফের সান্টা। হঠাৎ শীতের কম্বল, ভরপেট খাবার পেয়ে কেউ কেউ আনন্দে কেঁদে ফেললেন।
ফুটপাতবাসী দের পাশে দাঁড়াতে পেরে, তাদের আনন্দ দিতে পেরে আনন্দে চোখের জল তরুণ সংঘের সদস্যদের চোখেও। তরুণ সংঘের এক কর্মকর্তা বললেন, এই উদ্যোগের ব্যাপারে গত দুর্গাপুজোর মিটিং এর সময় সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা এই সামাজিক কর্মকাণ্ডটি প্রতিবছরই করবেন বলেও জানালেন তিনি। তরুণ সংঘের এই অভিনব সামাজিক কর্মকাণ্ডের পাশে এসে দাঁড়াল Hello - Hooghly ফেসবুক গ্রুপ। এই গ্রুপ নিজে থেকে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়েছে লাইভ ও মিডিয়া প্রচারে। কারণ, প্রচারের ফলে সকলকে সামাজিক বার্তা দিতে চেয়েছে Hello - Hooghly ফেসবুক গ্রুপ। যাতে সকলে এইরকম অভিনব উদ্যোগ নিয়ে ভাবেন, ও সামাজিক কাজের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। গ্রুপের এডমিন এবং গ্রুপের সদস্যরা এই অভিনব মানবিক কর্মকাণ্ডে থাকতে পেরে গর্বিত বলে জানিয়েছেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.