Header Ads

ন্যাশনাল পেনশন সিস্টেমে আসতে চলেছে নয়া বদল

নজরবন্দি ব্যুরোঃ ন্যাশনাল পেনশন সিস্টেম-এর ক্ষেত্রে একটি বড়সড় রদবদল ঘটতে চলেছে ৷ ভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, পেনশন নিয়ামক সংস্থা (পিআরডিএফ) একটি নতুন যোজনা নিয়ে আসতে চলেছে, পরের বছরের প্রথম এপ্রিল থেকে যে নতুন বাজেট কার্যকর হতে চলেছে, সেখানে তারা ন্যাশনাল পেনশন সিস্টেমে এক লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেবেন বলে জানিয়েছেন। বর্তমান বাজেট অনুযায়ী ব্যক্তিগত করদাতারা ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগে,বিশেষ ছাড় পান। এই ঘটনার প্রেক্ষিতে পিআরডিএফের প্রাক্তন কর্মী বলেন উপভোক্তারা যাতে সরাসরি বিনিয়োগের ক্ষেত্রে কোন রকম সমস্যার সম্মুখীন না হন তাই এনপিএস ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা অব্দি বাড়িয়ে দেওয়ার কথা চলছে।
এছাড়া অটল পেনশন যোজনার বয়সসীমা এখন যেখানে ১৮ থেকে ৪০ বয়সীরাই একমাত্র বিনিয়োগ করতে পারেন। সেটাকে বাড়িয়ে ৪০ থেকে ৬০ করার প্রস্তাব দেওয়া হয়েছে, তাছাড়া অটল পেনশন যোজনার বিনিয়োগের সীমা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। পিআরডিএফ-এর পক্ষ থেকে এও জানা গেছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে করে ছাড় ১৪ শতাংশ অব্দি বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে, করের ১০ শতাংশ দিয়ে থাকে রাজ্য সরকার, বাকি ৪ শতাংশ দিতে হয় কর্মীদের। তবে সেই নিয়মেও আসতে চলেছে বদল।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.