Header Ads

চাঞ্চল্যকর তথ্য! ' নববধূ কিনছে' হরিয়ানা অন্য রাজ্য থেকে, কেন জানেন?

নজরবন্দি ব্যুরো : লিঙ্গ অনুপাতে সবচেয়ে নিচের দিকে নাম রয়েছে হরিয়ানার। যেখানে বর্তমান সময়েও বিয়ের জন্য অন্য রাজ্য থেকে বধূ কিনতে হয়। সমীক্ষা বলছে, এখনও পর্যন্ত প্রায় ১.৩০ লক্ষ বধূকে কেনা হয়েছে নানারকম ভাবে। অবাক হওয়ার কিছু নেই। এটাই ঘোর বাস্তব। সেলফি উইথ ডটার ফাউন্ডেশনের ডিরেক্টর, ৩৭ বছরের সুনীল জাগলানরে নেতৃত্বে হরিয়ানায় একটি সমীক্ষা চালানো হয়। সমীক্ষায় জানা গিয়েছে অসম, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু থেকে নববধূ কেনার প্রবনতা বেশি। অন্য রাজ্য থেকে অবিবাহিত মেয়েদেরকে মাত্র ২০ হাজার টাকায় হরিয়ানায় বিক্রি করে দেওয়া হয়। এইসবের পিছনে রয়েছে দিল্লি ও পশ্চিমবঙ্গের খেলাড়ি এজেন্ট। কেনার সময় পারো ও মল্লি বহু এই কোড বেশি করে ব্যবহার করা হয়। ' নববধূ' কেনার প্রবনতা বিশেষ করে হরিয়ানার জাঠ গোষ্ঠীর মধ্যে দেখা যায়।
 এছাড়া রোহাতাক, জিন্দ, হিসার, কৈথাল, যমুনাগর ও কুরুক্ষেত্র এলাকার জাঠ, যাদব, রোব ও ব্রাহ্মণদের মধ্যে নববধূ কেনার চল রয়েছে। সমীক্ষায় জানা গিয়েছে, ২০১২ সালে এই রাজ্যে ১০০০ জন ছেলের অনুপাতে মেয়েদের সংখ্যা ছিল মাত্র ৮৩২ জন। ২০১৯ সালের আগস্ট মাস পর্যন্ত ১০০০ ছেলেদের মধ্যে মেয়েদের সংখ্যা মাত্র ৯২০ জন। লাড়ো রাইটস বইয়ের লেখক জানিয়েছেন, ২০১৭ সালের জুলাই থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত একটি সমীক্ষা চালানো হয়েছে, যেখানে ১২৫ জন ভলিন্টিয়ার এই কাজে নিযুক্ত ছিলেন। তিনি জানিয়েছেন, প্রায় ১৪৭০ জন নববধূ শ্বশুরবাড়ি থেকে পালিয়ে গিয়েছেন নামীদামী জিনিসপত্র নিয়ে। বেশিরভাগ নববধূই নাবালিকা। সাধারণত রাজ্যের প্রত্যন্ত এলাকা ও গ্রামের দিক থেকেই নাবালিকাদের ধরে আনা হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.