গভীররাতে নৈশপ্রহরীকে বেঁধে রেখে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি।
নজরবন্দি ব্যুরোঃ শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ শহরতলির বিষ্ণুপুরের নেপালগঞ্জ হাট এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন রাত 1.30 নাগাদ সশস্ত্র অবস্থায় একদল ডাকাত এসে হানা দেয় ‘জয় মা কালী’ নামে এলাকার সোনার দোকানে। সেখানে নৈশপ্রহরীকে প্রথমে বাঁধেরাখে ডাকাতরা। পরে গ্যাস কাটার দিয়ে সাটার কেটে দোকানের ভিতরে ঢোকে ডাকাতের দল।
দোকানে থাকা প্রায় সমস্ত সোনা-রুপার গহনা নিয়ে চম্পট দেয়। পরে নৈশপ্রহরীর চিৎকারে পাশের বাড়ির লোকজন বেরিয়ে এসে তাঁকে মুক্ত করে। খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দোকানের মালিক জানিয়েছেন খোয়া গিয়েছে আনুমানিক ১০ লক্ষ টাকার গহনা। এই এলাকায় বেশ কয়েকদিন আগেও সোনার দোকানে ডাকাতি হয়। এরপর আবারও শনিবার রাতে সোনার দোকানে ডাকাতি হওয়ায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

No comments