Header Ads

মানসিক অবসাদের জেরে প্রতিবন্ধী ছেলেকে খুন করে আত্মঘাতী বাবা।

নজরবন্দি ব্যুরোঃ মানসিক অবসাদের জেরে প্রতিবন্ধী ছেলেকে খুন করে আত্মঘাতী বাবা। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ শহরতলির বজবজের পুজালি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত ইন্দ্রজিত আদক (৬০) ও নিহত তার ছেলে অরিজিত আদক(৩০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ইন্দ্রজিত আদক পেশায় একটি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন। ১ বছর আগে ব্রেন স্টোকে মৃত্যু হয় তাঁর স্ত্রীর। তারপর থেকে জন্মথেকে প্রতিবন্ধী তাঁর ছেলে অরিজিতের দেখভাল করতেন।
কিন্তু ইদানিং আর্থিক ভাবে ভেঙ্গে পড়েছিলেন তিনি। এনিয়ে মানষিক অবসাদ গ্রস্ত হয়ে পড়ছিলেন দিনদিন। এরমাঝে রবিবার সকালে তাঁদের বাড়ি থেকে কোন শব্দ না পেয়ে সন্দেহ হয় বাসিন্দাদের। ঘরের মধ্যে ঢুকে তাঁরা দেখেন মেঝেতে পড়ে রয়েছে অরিজিতের দেহ। গলায় দড়ি ফাঁস লাগানো অবস্থায় মেলে ইন্দ্রজিৎ আদকের ঝুলন্ত দেহ। খবর দেওয়া হয় বজবজ থানায়। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে বজবজ হসপিটালে নিয়ে এলে চিকিংসকেরা মৃত ঘোষণা করেন। দেহদুটি ময়নাতদন্তের জন্য মমিনপুর মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মানসিক বিবাদের জেরে ছেলেকে খুন করে আত্মঘাতী হয়েছে বাবা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.