Header Ads

" মা আমি তোমার কালি হতে চাই" , হতে চাই প্রতিবাদের শব্দ

নজরবন্দি ব্যুরোঃ নজর বন্দি ব্যুরো : মা তুমি আমাকে অনুভব করতে পারছো ?আমি তোমার মেয়ে । আমি তোমার মধ্যে একটু একটু করে বড় হচ্ছি । তুমি যখন টিভি দেখো তখন আমিও দেখি আমি সব শুনতেও পাই , বুঝতেও পারি । শুনতে পাচ্ছি প্রিয়াঙ্কা রেড্ডি দি র কথা , খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি পেতে চাই না মা । মা আমি তোমার মেয়ে রূপে লক্ষী গুনে স্বরস্বতী হতে চাই না ।
আমি তোমার কালী হবো , আমি ঢাল হতে চাই । তুমি আমাকে পৃথিবীতে আসার সুযোগ করে দিচ্ছ ,আমি তোমার কোলে কবে আসবো তার অপেক্ষা করছো । কিন্তু কত মা বাবা পৃথিবীর আলো দেখার সুযোগ দেয় না । আর পৃথিবীতে চলে আসার পর রাস্তার ডাস্টবিন বা ঝোপে ঝাড়ে ফেলে যায় । খুব ভয় লাগে কষ্ট পাই । তবে আর না । মা তোমার কাছে একটা রিকোয়েস্ট আমি জন্মানোর পর মুখে মধু র সাথে হাতে ছুড়ি দিও , কানে দিও গর্জে ওঠার মন্ত্র । আর ভয় পেতে চাই না , বদল আনতে চাই । মেয়ে মানুষ থেকে শুধু মানুষ হয়ে পৃথিবী তে আসতে চাই ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.