Header Ads

এবার এনআরসি নিয়ে দিনক্ষণ বেঁধে দিলেন অমিত শাহ! কবে থেকে লাগু হবে জানেন?

নজরবন্দি ব্যুরোঃ আবার এনআরসি'র পক্ষে জোর সওয়াল করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৪ সালের মধ্যেই গোটা দেশজুড়ে এনআরসি লাগু করা হবে। আর প্রত্যেক অবৈধ অনুপ্রবেশকারীদের দেশের বাইরে ছুঁড়ে ফেলা হবে। আগামী লোকসভা নির্বাচনের আগেই তা হবে বলে ঝাড়খণ্ড নির্বাচনের প্রচারে হুঙ্কার ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঐ জনসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন “আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, ২০২৪ সালের ভোটের আগে সারা দেশে এনআরসি লাগু করা হবে, এবং সমস্ত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বহিষ্কার করা হবে”। প্রসঙ্গত এর আগেও সারা দেশে এনআরসি লাগু করা নিয়ে যথেষ্ট জোর দিয়ে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
 একবার এই প্রসঙ্গে তিনি বলেছিলেন “নামটা জাতীয় নাগরিকপঞ্জি, আসামের নাগরিকপঞ্জি নয়”। এই এনআরসি নিয়ে লোকসভাতে বিরোধীদের ক্ষোভের মুখে পরে সরকার। কংগ্রেসও এই নিয়ে সংসদের ভেতরে-বাইরে আন্দোলন শুরু করেছে। রাহুল গান্ধী তীব্র আক্রমণ করেছেন সরকারকে। সেই প্রসঙ্গ টেনে ঐ সভাতে এদিন সরাসরি রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন শাহ। রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, “এই যে রাহুল বাবা সবসময় বলে এনআরসি কেন করা হচ্ছে? অনুপ্রবেশকারীদের তাড়ানো হচ্ছে কেন? কী খাবে? কোথায় যাবে? এতো প্রশ্ন কেন, আপনার কি খুড়তুতো ভাই হন কেউ? ২০২৪ সালের আগে সমস্ত অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়াবে বিজেপি সরকার”।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.