Header Ads

মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহনের নির্দেশ মুখ্যমন্ত্রীর।

নজরবন্দি ব্যুরোঃ নারী নিগ্রহের কোনও খবর এলেই কোন এলাকা কোন থানার ঘটনা, এসব না ভেবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে অন্য থানা এলাকার ঘটনা বলে দায়ও এড়িয়ে যেতে পারবেন না আধিকারিকরা। নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত পুলিশ সুপার এবং কমিশনারের সঙ্গে বৈঠক করেন।
 ছিলেন মুখ্য সচিব রাজীব সিনহা, স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিত্ কর পুরকায়স্থ, অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা রিনা মিত্র, ডিজি বীরেন্দ্র, এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিং, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা, বিধাননগর কমিশনারেটের কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা, হাওড়ার পুলিশ কমিশনার গৌরব শর্মা। বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সোশ্যাল মিডিয়ার ওপর লক্ষ্য রাখতে হবে। থানা পর্যায়ে মনিটরিং টিম করতে হবে। কেউ যাতে প্ররোচনা ছড়াতে না পারে তা দেখতে হবে। সীমান্তবর্তী এলাকার পুলিশ সুপারদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি আরও তীক্ষ্ণ করতে বলা হয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.